এক মিনিটেই এডাল্ট সাইট বন্ধ করুণ,বাচ্চাদের মোবাইলে এই setting টি করে রাখুন ।
এই যুগে প্রায় প্রতিটি ঘরে বাচ্চাদের হাতে মোবাইল ঘুরে বেড়ায়। গেম, কার্টুন, ইউটিউব ইত্যাদি অজুহাতে মোবাইল এখন অপ্রাপ্তবয়স্কদের হাতে জায়গা করে নিয়েছে। এদিক সেদিক ক্লিক করতেই অজান্তে নানান অ্যাডাল্ট সাইট ওপেন হয়ে যাচ্ছে। যা খুবই বিব্রতকর এবং বাচ্চাদের মানসিক বিকাশের জন্য খুবই ভয়ংকর।
তথ্য প্রযুক্তির সময়
এই বিব্রত পরিস্থিতি থেকে বাঁচতে ছোট্ট একটি সেটিংস করে নিতে পারেন। এই সেটিংস করা থাকলে আপনার মোবাইল দিয়ে কখনোই আজেবাজে সাইট চালু হবে না।
অটোমেটিক অ্যাডাল্ট (পর্ণ) সাইট ব্লক হয়ে যাবে। সার্চ করলেও বাজে সাইট খুঁজে পাবেন না। আপনার ঘরের মোবাইল গুলোতে সেটিংসটি করে রাখুন। কিছুটা হলেও নিশ্চিন্তে থাকা যাবে। নিজে করুন, অন্যকে জানিয়ে দিন। আগামী প্রজন্ম সুস্থ মস্তিষ্কে বড় হয়ে উঠুক।
সেটিংস বিস্তারিত:
আসুন জেনে নেই, কীভাবে ফোনের সেটিংস থেকে সকল প্রকার পর্নসাইট একবারে বন্ধ করা যায়। এটি করলে গুগলে সার্চ করে কোনো পর্নসাইট খুঁজে পাওয়া যাবে না।
চলো শুরু করা যাক
প্রথমে ওপেন করুণ মোবাইলের
Settinge
More Conections
এর উপরে ক্লিক করুণ, (নিচে ফটোর মাধ্যমে দেখানো হল Stape:- 01)
STAPE :- 01
ক্লিক করার পরে -
Private DNS
এর উপরে ক্লিক করুণ (নিচে ফটোর মাধ্যমে দেখানো হল Stape:- 02)
STAPE :- 02
ক্লিক করার পরে -
Private DNS Provider Hostname
এর উপরে ক্লিক করুণ (নিচে ফটোর মাধ্যমে দেখানো হল Stape:- 03)
STAPE :- 03
ক্লিক করার পর -
Enter Hostname of DNS Provider
এর উপরে ক্লিক করুণ (নিচে ফটোর মাধ্যমে দেখানো হল Stape:- 04)
STAPE :- 04
ক্লিক করার পরে - নিচে দেওয়া এই Code টি Copy করে Pest করেদিন।
Adult-filter-dns.cleanbrowsing.org
উপরে Text Pest করার পর (নিচে ফটোর মাধ্যমে দেখানো হল Stape:- 05)
STAPE :- 05
উপরে Text Pest করার পরে -
SAVE
এ ক্লিক করুণ। (নিচে ফটোর মাধ্যমে দেখানো হল Stape:- 06)
STAPE :- 06
এর পরে আপনার Setting কমপ্লিট হয়ে গিয়েছে
নিচে আবারও কোড টি দেওয়া হলো।
Adult-filter-dns.cleanbrowsing.org